ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)এর নতুন ভার্সন-6.17 Build 8 [ক্র্যাক+ফুল ভার্সন]



আসসালামু আলাইকুম,
আপনাদের জন্য আজকে এনেছি একদম টাটকা IDM-6.17 Build 8 ফুল+লেটেস্ট ভার্সন!!! IDM এর ভক্ত যে সবাই সেটা পুরাতন কথা! কিন্তু আজকের নতুন ভার্সনটা তো আশি কালের বাসি জিনিস নয়! ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নতুন ভার্সন মানেই তো আরও নতুন কিছু আরও আকর্ষণীয় ব্যাপার!! আর দুর্দান্ত ডাউনলোড স্পীড সম্পর্কে সবার ধারণা তো আছেই! তাই আর দেরি না করে আজকেই ডাউনলোড করে ফেলুন! (ডাউনলোড স্টক আনলিমিটেড!!!)

পোস্টঃ  IDM ভার্সন-6.17 Build 8  [ক্র্যাক+ফুল ভার্সন]
IDM 6.17 Build 8 [full+letest]


ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে প্রতিবারের মত এবার অযথা বকবক না করে আজ হবে ডাইরেক্ট অ্যাকশন!!! নিচে খুব সহজভাবে কিভাবে IDM 6.17 Build 6 কে Patched করে ফুল ভার্সন করবেন?” এর টিউটোরিয়াল দেওয়া আছে। আপনি শুধু আরামছে ডাউনলোড করেবেন এবং সহজেই ক্লিক করে নিজের নাম সহ IDM ক্র্যাক করবেন! আর অবশেষে ২৯.৩৫ ডলার, যার বাংলাদেশি মূল্য প্রায় ২,৩৫০ টাকার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার মাগনা ব্যবহার করবেন। আর দুর্দান্ত স্পীড কাকে বলে? সেটা IDM ই আপনাকে শিখিয়ে-পড়িয়ে দেবে!!!!
:P :P :P


» কার্যপদ্ধতিঃ
IDM ইন্সটলের পর কোন fake serial উইন্ডো আসলে তা বন্ধ (x) করে দিন।
এখন টাস্কবারের ডান থেকে IDM ক্লোজ করে দিন।
প্যাচটি ডাউনলোড করার পর ওপেন করুন।
*আপনি উইন্ডোজ ৮ ব্যবহার করলে,  ”Run As Administrator” হিসাবে ওপেন করুন*
patch ওপেন করার পর আপনি PATCH -বাটন দেখতে পাবেন, সেটিতে click করুন।
ক্লিক করার আপনার ফার্স্ট এবং লাস্ট নাম চাইবে।
এজন্য আপনি প্রথমে ফার্স্ট নাম এবং পড়ে লাস্ট নাম লিখুন।
তারপর OK করুন।
সম্পূর্ণ ভাবে patch করার পর EXIT এ ক্লিক করে বেরিয়ে যান।
এখন Strat মেনু থেকে IDM ওপেন করে দেখুন.. full ভার্সন।


======================================================

IDM + Patch সহকারে নিচে থেকে ডাউনলোড করে নিন
download-logo2009

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM-6.17 Build 6)+Patch 4 || সাইজ-5.27 MB

IDM_title


||<<<—————Media-Fire Link—————>>>||

IDM 6.17 Build 8 + Patch সহকারে ডাউনলোড করুন- ৫.২৭ এমবি

downloadnow



||<<<—————Media-Fire Link—————>>>||

শুধু IDM 6.17 Build 8 ডাউনলোড করুন- ৫.০১ এমবি

downloadnow



||<<<—————Media-Fire Link—————>>>||

শুধু IDM Patch ডাউনলোড করুন-৩৫০ কেবি
downloadnow



======================================================
facebook

ফেসবুকে LIKE দিন— www.facebook.com/techspeedbd
 ======================================================


 IDM+Crack এর একসাথে ডাউনলোড লিঙ্ক অথবা IDM ও ক্র্যাক এর আলাদা লিঙ্ক দেওয়া আছে, যেটা থেকে খুশি ডাউনলোড করুন।  সাথে দেওয়া Patch আমার জীবনে দেখা সবচেয়ে সহজ এবং কার্যকরী। আমার বিশ্বাস যদি আপনারা উপরের টিউটোরিয়াল ঠিকমত অনুসরণ করেন, তাহলে ১০০% গ্যারান্টি সহকারে ক্র্যাক করতে সফল হবেন। সবার জন্য শুভেচ্ছা। Have Fun!!! 
যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।


—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————


বিস্তারিত পড়ুন মন্তব্য করুন 0 টি মন্তব্য


সবচেয়ে দ্রুত গতিতে ফাইল কপি করুন ULtra Copier দিয়ে। [১০০% পরীক্ষিত!!!]



Ultracopier 1.0.1.3 Download
আসসালামু আলাইকুম,
প্রতিদিন আমরা নানা কাজে বিভিন্ন ফাইল কপি করি, কিন্তু তা যদি কচ্ছপের মত ঢিলা প্রকৃতির হয় তাহলে কি আপনার ভালো লাগবে??? অবশ্যই নয়! সবাই তো চায় সবচেয়ে দ্রুত গতিতে ফাইল কপি করতে। প্রায় অনেকে নানা ধরনের রকমারি সফটওয়্যার ব্যবহার করলেও, তেমন সুফলের নাম-গন্ধও পাওয়া যায় না! এজন্যদ্রুত গতিতে ফাইল কপি প্রসেস করার জন্য নিয়ে এসেছি ULtra Copier । সাইজ মাত্র ৫.১২ এমবি।


ultracopier (1)
as (2)


»» ULtra Copier »»»»
বাজারে নানা ধরনের ফাইল কপি করার সফট পাওয়া যায় তাই অনেকেই এসব সফটওয়্যাররের শরণাপন্ন হয় যেমনঃ সুপার কপিয়ার, ফাস্ট কপিয়ার, টেরা কপি, এক্সট্রিম কপি ইত্যাদি। এসব অনেকটা কাজের কিন্তু এর চেয়ে ভালো  বলতে পারেন  ULtra Copier কে। কারণ এটার রয়েছে ডাবল শিফট ইঞ্জিন, যা দ্রুতহারে ফাইল কপি  করতে সাহায্য করবে। আর অন্যতম আকর্ষণীয় বিষয় হল, আপনি মাত্র একটি সফট  ULtra Copier দিয়ে সুপার কপিয়ার, ফাস্ট কপিয়ার, টেরা কপি, এক্সট্রিম কপির মত সফটওয়্যারের স্বাদ নিতে পারবেন। এই ট্রিক্স নিয়ে পরের পোস্টে আলোচনা করবো। তার আগে আপনি একবার হলেও ULtra Copier এর মত ভালো মানের সফটওয়্যার ব্যবহার করে দেখুন। আমার আশ্বাস, আপনার অনেক কাজে দিবে এবং ভালো লাগবে!!


 ®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®



button-download
ULtra Copier-1.0.1.6 নিচে থেকে ডাউনলোড করে নিন

ULtra Copier || 5.12 MB

||<<<———ULtra Copier- 32bit/x86———>>>||

 ||<<<———ULtra Copier- 64bit/x64———>>>||
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
50291

যেকোনো সমস্যায় কবিরাজি দাওয়াখানায় ভিজিট করুন
c8kPr
ஜ۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩ஜ


আজ এখানেই শেষ করছি, আগামিতে এর পরের পর্ব নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

ফেসবুকে  LIKE দিন—  www.facebook.com/techspeedbd


—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————


বিস্তারিত পড়ুন মন্তব্য করুন 0 টি মন্তব্য


ডাউনলোড করে নিন লেটেস্ট CCleaner 4.04 Professional+Business Edition [ক্র্যাক+ফুলভার্সন]



আসসালামু আলাইকুম,
আজকের পোস্টে আছে ডাবল মসলা ডাবল মজা! আপনার পিসিকে ঝাড়ুঝাঁটা দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এনেছি CCleaner Professional+Business Edition 4.04 [লেটেস্ট ভার্সন]। পিসির যতসব ময়লা-ধয়লা  ক্লিন করতে CCleaner এর জুরি নেই!!! দিন দিন আপনার অজান্তেই জমা হয় হাজারো অপ্রয়োজনীয় বা junk ফাইল, আর এসব সুন্দরভাবে ধুয়েমুছে সাফ করবে এটি। প্রিফর্ম কোম্পানির Professional Edition এবং Business Edition এর দাম যথাক্রমে ২৯.৩৫ ডলার ও ৬৫.৫০ ডলার!!! চিন্তার কোন কারণ নেই, আপনাকে দুটি এডিশন দেবো একদম ফ্রীতে!!! আশা করি সবার ভালো লাগবে।


CCleaner


CCleaner 4.04 Professional+Business Edition

 CCleaner কথাটির অর্থ Crap Cleaner এটা সবাই মোটামুটি জানেন। এটি হাজারো অপ্রয়োজনীয় বা junk ফাইল। টেমপোরারি ইন্টারনেট ফাইল, অকেজো কুকি, অকেজো ও অব্যবহৃত রেজিস্ট্রি কী সহ আর অনেক ময়লা-আবর্জনা পরিস্কার করে। উইন্ডোজের বিল্টইন – Disk Cleanup Utility থাকলেও সেটি junk ফাইল ঠিক মত ক্লিন করতে পারে না। তাই ভালো মানের পরিস্কার পরিচ্ছনতার  জন্য প্রয়োজন  CCleaner এর মত একটি দক্ষ সফটওয়্যারের!!!
মোটকথা, এটি পিসির আনাচে-কানাচে থেকে সকল অপ্রয়োজনীয় ফাইল, কুকি, টেমপোরারি ফাইল ইত্যাদি খুঁজে বের করে আনে এবং অপ্রয়োজনীয় রেজিস্ট্রি কী, বিভিন্ন সফটওয়্যার দ্বারা সৃষ্ট আবর্জনা এক ক্লিকেই সেগুলো পরিস্কার করে দেয়। মানে আপনার পিসি এক ক্লিকেই ঝকঝকা :) !!!
এছাড়া এই ৪.৬৪ মেগাবাইটের ডিক্স ক্লিনিং ইউটিলিটি সফটওয়্যার এর সাথে রয়েছে আরও ১০টি টুল–
.
  • Registry Cleaner
  • Uninstaller
  • Startup Manager
  • System Restore
  • Drive Wiper
  • Extra Settings
  • Cookies Manager
  • Include Exclude
  • File Finder
  • Monitoring

এছাড়া Startup Manager তে আরও সুবিধা বাড়ানো রয়েছে। সেখানে আপনি সকল কিছুর Startup নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন– উইন্ডোজ, ওয়েব- ব্রাউজার অ্যাড-অন্স, সিডিউল টাস্ক, কনটেক্সট মেনু ইত্যাদি।।

CCleaners

CCleaner 4.04 এডিশনে নতুন যা কিছু সাপোর্ট করবে—-
.

  • added Windows 8.1 preview support.
  • added Internet Explorer 11 cleaning.
  • added Opera 15 cleaning.
  • improved Google Chrome cleaning: Flash cookies, channel ID cookies and last download location.
  • improved detection of Chromium based browsers.
  • added Comodo IceDragon cleaning.
  • improved detection and cleaning of portable browsers.
  • improved monitoring notifications (CCleaner Professional).
  • added cleaning for Sony Vegas Pro 12.0.
  • added cleaning for Bing Search.
  • added cleaning for Bing Finance.
  • added cleaning for Bing Maps.
  • added cleaning for Bing News.
  • added cleaning for Bing Sports.
  • added cleaning for Bing Travel.
  • added Hindi translation.
  • minor GUI improvements and bug fixes.


CCleaner Edition এর দাম-দর!!!

ভাবছেন, আমি CCleaner 4.04  Professional+Business Edition  এর জন্য দাম-দর করছি? মোটেও না। এসব কিছু আপনাদের জন্য ফ্রী থাকছে। আমি শুধু সেসব হৃদয়ব্যান ব্যক্তির জন্য দাম-ডোর করছি যারা টাকা দিয়ে কিনতে চান! যতই দুই নাম্বারি করে ব্যবহার করি, আমি একটা কথায় বলবো। ‘Please buy it, they deserve it!!!’
.
  • CCleaner Professional  Edition–- মূল্য= ২৯.৩৫ ডলার।
  • CCleaner Busness Edition——— মূল্য= ৬৫.৫০ ডলার।

Activator & Snapshots:

আপনার জন্য সুন্দর সহজ দুটি CCleaner 4.04 Professional Activator এবং CCleaner 4.04 Business Activator দিয়েছি। এটি দিয়ে ফুল ভার্সন করা সবচেয়ে সহজ ব্যপার!
.
  • প্রথমে CCleaner- 4.04 সফটওয়্যারটি ইন্সটল করুন।
  • ইন্সটল করার পর CCleaner ওপেন করবেন না, ওপেন করলে তা তখনই বন্ধ(X) করে নিন।
  • এখন CCleaner 4.04 এর যেকোনো Activator ওপেন করুন। [আপনার ইচ্ছা মত যেটা ব্যবহার করতে চান]
  • অ্যাক্টিভেটর ওপেন করে পরপর ‘NEXT-> NEXT-> Start’ বাটনে ক্লিক করুন।
  • কিছুক্ষণের মধ্যে Cracked হয়ে গেলে ‘Exit’ করুন।
  • ব্যাস!!! এরপর এটি CCleaner Professional/Business Edition 4.04এ রূপান্তরিত হবে।

Activator

CCleaner View


CCleaner 4.04 Professional+Business Edition টি আপনাদের জন্য রিপ্যাক করেছি। যাতে খুব সহজে Extrat করে সফটওয়্যার ইন্সটল করতে পারেন এবং সাইজেও কম হয়। রিপ্যাকটি ডাউনলোড করে অটো এক্সট্রাট করে CCleaner ইন্সটল করবেন, তারপর আপনার পছন্দ মত Activator দিয়ে ফুল ভার্সন করবেন। ব্যাস! খুবই সোজা জিনিস!!!

.
CCleaner 4.04 Professional+Business Edition নিচ থেকে ডাউনলোড করে নিন
.
dlbcs6
CCleaner 4.04 Professional+Business Edition || 4.63 MB 

 http://www.mediafire.com/?v4aqumn0jv0cwfm
 .

ডাউনলোড লিঙ্ক অথবা Activator Tool নিয়ে যদি কারও সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকেই জানাবেন। আরেকটা কথা আবারও বলি, Activator Tool ব্যবহার করার সময় নেট কানেক্টশন বন্ধ রাখবেন, না হলে আপনার প্রিয় CCleaner টা Business Edition করতে পারবেন না, এজন্য এসব বিষয়ে খেয়াল রাখবেন। তবে আমার বিশ্বাস যদি আপনারা উপরের টিউটোরিয়াল ঠিকমত অনুসরণ করেন, তাহলে ১০০% গ্যারান্টি সহকারে সকলেই সফল হবেন। সবার জন্য শুভেচ্ছা। Have Fun!!! 


আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
ফেসবুকে  LIKE দিন—  www.facebook.com/techspeedbd


—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————





বিস্তারিত পড়ুন মন্তব্য করুন 4 টি মন্তব্য


পিসির হার্ডডিস্ক সুস্থ-সবল রাখুন Defraggler- 2.15 লেটেস্ট ভার্সন দিয়ে!!



আসসালামু আলাইকুম,
হার্ডডিস্ক ছাড়া একটি পিসি অচল, কেননা এটি পিসির মেমোরি বা স্মৃতি। যদি আপনার মগজের বাতি ঢিলা হয়! তাহলে টা অবশ্যই ভালো দেখাবে না! আর পিসির যদি এই অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন। এজন্য পিসির হার্ডডিস্ক সচল, সুস্থ-সবল রাখতে আপনার দরকার ভালোমানের ডিফ্র্যাগমেন্ট সফটওয়্যারের। যদিও উইন্ডোজ এর সাথে ডিফল্ট ভাবে ডিফ্র্যাগমেন্ট সফটওয়্যার দেওয়া থাকে, তা খুব একটা ভালো মানের নয় আর তেমন অতিরিক্ত সুবিধাও পাওয়া যায় না। তাই আজ আপনাদের জন্য জনপ্রিয় একটি ডিফ্র্যাগমেন্ট সফটওয়্যার Defraggler- 2.15 লেটেস্ট ভার্সন নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলের ভাল লাগবে।

Defraggler

আপনার পিসির হার্ডডিস্কের ভিতরে রয়েছে প্রচুর মেমোরি সেল। এসব সেলের সমস্যার কারণে অনেক সময় আপনার কম্পিউটারের হার্ডডিস্ক থেকে তথ্য মুছে যেতে পারে কিম্বা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। প্রধান ব্যপারটা তো বলতে ভুলেই গেছি, আপনি যখন অসংখ্য ফাইল হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভে জমা রাখেন তা হার্ডডিস্কের সেলে এলোমেলো হয়ে থাকে। ফলে হার্ডডিস্ক থেকে তথ্য বের করতে তা খুব SLOW হয়ে যায়। অর্থাৎ পুরা পিসি SLOW হয়ে যায়। এজন্য আপনার প্রয়োজন নিয়মিত হার্ডডিস্ক কে ডিফ্র্যাগমেন্ট করা। কমপক্ষে প্রতি ১৫ দিন অন্তর অথবা প্রতি মাসে একবার করে হার্ডডিস্ক কে ডিফ্র্যাগমেন্ট করলে সুফল ১০০% পাবেন।

 যেভাবে ব্যবহার করবেনঃ
  • প্রথমে Defraggler- 2.15 সফটওয়্যারটা ডাউনলোড এবং ইন্সটল করুন।
  • তারপরে সফটওয়্যারটি ওপেন করে নির্দিষ্ট ড্রাইভ সিলেক্ট করে Analyze এ ক্লিক করুন।
  • তারপর আপনার ড্রাইভটার আবস্তা দেখুন, তাতে defrag করার প্রয়োজন আছে কিনা।
  • যখন দেখছেন যে, ফাইল এলোমেলো হয়ে আছে, ড্রাইভ খুব Slow তখনই একশন নিবেন।
  • সিলেক্ট করা ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করে  Defrag বাটনে ক্লিক করুন।
  • ঘণ্টাখানেকের মধ্যে ডিফ্র্যাগমেন্ট সম্পূর্ণ হবে এবং এভাবে সকল ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করুন।
  • প্রতি মাসে একবার ডিফ্র্যাগমেন্ট করে হার্ডডিস্ককে সুস্থ-সবল রাখুন!!! ;)

®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
Defraggler- 2.15  নিচে থেকে ডাউনলোড করে নিন
download_button
||<<<———Defraggler- 2.15 || 4 MB———>>>||

®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
50291
c8kPr

ஜ۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩ஜ

আজ এখানেই শেষ করছি, আগামিতে এর পরের পর্ব নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
ফেসবুকে  LIKE দিন—  www.facebook.com/techspeedbd

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————


বিস্তারিত পড়ুন মন্তব্য করুন 3 টি মন্তব্য


সুপার-ডুপার গতিতে ব্রাউজিং করতে Mozilla Firefox Nightly v.25 (লেটেস্ট ভার্সন!)



আসসালামু আলাইকুম,
”Mozilla Firefox Nightly v.25′ লাইনটির টাইটেল দেখে আপনার কি অবাক লাগছে??? কারেন্ট শক লাগলে! তাও অস্বাভাবিক কিছু নয়!!! সবাই হয়তো শুধু Mozilla Firefox ব্যবহার করে দিন দিন সবাই বোরিং হয়ে যাচ্ছেন, তাই না! ভাবছেন এবার নতুন কিছু চাই! তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভবিষ্যতের ফায়ারফক্স ব্রাউজার– Mozilla Firefox Nightly v.25 একদম টাটকা লেটেস্ট ভার্সন! আশা করি সবার পছন্দ হবে!!! 


Untitled


আমার যতদূর মনে হয় খুব কম লোক Mozilla Firefox Nightly সম্পর্কে জানেন এবং এটা ব্যবহার করেছেন। অনেক হয় তো Aurora ব্যবহার করেছেন কিন্তু Nightly ব্যবহার করেছেন এমন নেই বললেই চলে! Firefox Nightly হল একটি ডেভেলপিং ব্রাউজার। অর্থাৎ এটাই হতে পারে আগামির সেরা একটি ওয়েব ব্রাউজার! হয় তো ফায়ারফক্সের সাফল্য ঘরে তুলে আনবে! এটি ব্যবহারে ফায়ারফক্সের মতই তবে অনেক ফাস্ট প্রসেস করার ক্ষমতা রাখে। একটি ওয়েবসাইট অন্য ব্রাউজারে লোড নিতে যত সময় নিবে, সেটার চেয়ে Firefox Nightly গড়ে ১৫% স্পীড আপ করে তুলবে। আমি নিজেও পরীক্ষা করে ফল পেয়েছি, আপনিও ব্যবহার করে দেখুন! আসলেই চমৎকার একটি ওয়েব ব্রাউজার!!! 



…::::Browser Information:::..
নাম: Mozilla Firefox Nightly

সিস্টেম: Windows XP, Windows 7, Windows 8

লাইসেন্স: Open Source

ভাষা: English

ভার্সনঃ 25.0a1

রিলিস: 26 June 2013

 সাইজ: 24 MB

দ্রুততা: 15% faster than others

ডেভেলপার: Mozilla (Firefox Nightly)


Windows 8 ব্যবহারকারীদের জন্য চমক!!!151
উইন্ডোজ ৮ এ আছে আপনাদের জন্য রয়েছে চমৎকার উপহার রয়েছে। আপনি Firefox Nightly v.25.01 ইন্সটল করলেই পাবেন একটি চমৎকার Nightly অ্যাপস! যেভাবে Bing অ্যাপস ব্যবহারে আপনি নেট ব্রাউজ করতে পারেন, সেভাবে Start screen থেকে Nightly ব্রাউজার অ্যাপস দিয়ে সরাসরি ওয়েব ব্রাউজিং করতে পারবেন।
Firefox Nightly Apps


..:::Screen Shots:::..
আপনাদের সুবিধার্থে Mozilla Firefox Nightly এর কিছু চমৎকার স্নাপ শটস দিয়ে দিলাম। আরও সুন্দর কিছু সিস্টেম আছে সেগুলো শটসএ দেখায় নি। আপনি ইন্সটল করে নিজে এই চমৎকার ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন। আপনার অবশ্যই ভালো লাগবে। 

Nightly1
nightly-2


download_button

আপনাদের সবার জন্য আমি ৩২ বিট এবং ৬৪ বিট ভার্সনের ডাউনলোড লিঙ্ক দিয়েছি। জানি যে, আপনাদের মধ্যে প্রায় ৬৪ বিট কমজন(২৫০জন) এর মত। তবুও তাদের জন্যও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়ালাম।  Mozilla Firefox Nightly এর সাইজ ২৪ এমবি। মিডিয়া-ফায়ার লিঙ্ক দেওয়া আছে। আশা করি সবাই আরামছে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।

Mozilla Firefox Nightly ২৫.oa1 নিচ থেকে ডাউনলোড করে নিন

৩২ বিট ব্যবহারকারিদের জন্য
32 bit || 24 MB
download_button
—————————————————————————————————————————
৬৪ বিট ব্যবহারকারিদের জন্য 
64 bit || 24 MB
download_button 
.
.

আজ এখানেই শেষ করছি, আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। Have Fun!!! ;)
ফেসবুকে  LIKE দিন—  www.facebook.com/techspeedbd


—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————


বিস্তারিত পড়ুন মন্তব্য করুন 5 টি মন্তব্য


Follow Us On Facebook

 

© 2013 || টেকস্পীড বিডি (বাংলাদেশ) All Rights Reserved By পিসি হেল্পলাইন বিডি || ওয়েবসাইট ডিজাইন করেছেন মোঃ সায়জার রহমান আকাশ top